খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার অনুমতি না দেয়ায় আগামী বুধবার রাজধানীর থানায় থানায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আমরা গতকাল রাত পর্যন্ত অপেক্ষা করেছি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। গত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে আমাদের সাফ জানিয়ে দেয়া হয়, সমাবেশ করতে দেয়া হবে না। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বুধবার ঢাকায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, সরকার জনআতঙ্কে ভুগছে। তারা জনগণ দেখলেই ভয় পায়। এজন্য বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমরা এই অগণতান্ত্রিক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, এর আগেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিলাম। সরকার ভয় পায় তাই জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দলকে সমাবেশ করতে দিলেও বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০