সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদক সমস্যার সমাধান সম্ভব-পুলিশ আইজিপি - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০১৮, ৭:৩৬ পি.এম
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদক সমস্যার সমাধান সম্ভব-পুলিশ আইজিপি
রাবি প্রতিনিধিঃ আমাদের শক্তির উৎস দেশের জনগণ। বর্তমানে দেশের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রধান বাঁধা মাদক। সন্ত্রাস, জঙ্গীবাদ দমনে যেমন দেশের জনগণের ভুমিকা রয়েছে ঠিক তেমনি, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই মাদক সমস্যার সমাধান করা সম্ভব। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি (বিপিএম) বার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরও বলেন, মাদককে একটি পুলিশি সমস্যা হিসেবে দেখলে ভুল করা হবে। এটি সামাজিক সমস্যা। তাই একে সামাজিক ভাবেই রুখতে হবে। দেশের মধ্যে মাদকের চাহিদা থাকলে যেকোন ভাবে মাদক সরবরাহ হবেই।তাই মাদকসেবীদের কাউন্সিলিং করে তাদের পূণর্বাসনের মাধ্যমেই মাদক সমস্যার মোকাবেলা করতে হবে'।
বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী মেহজাবিন কথা ও সাদাকাত হোসেন এর সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান।
এ সময় তিনি বলেন, জঙ্গীবাদ বা মাদক একটি বৈশ্বিক সমস্যা। আইনসৃংখলা বাহিনীর সদস্যরাও এর সাথে জড়িত। তবে মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের জন্য সামনে দুঃসংবাদ রয়েছে। বাংলাদেশ পুলিশের নেতৃত্বে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেয় হবে বলে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, মো. খুরশিদ আলম (বিপিএম) বার ডিআইজি রাজশাহী রেঞ্জ, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাবি শাখা স্টুডেন্ট কমিউনিটি মেট্রপলিটন পুলিশিং এর সভাপতি সুমাইয়া রহমান কান্তি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। পরে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। সমাবেশে প্রায় ৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০