খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: যৌন তৃপ্তির ক্ষেত্রে লেসবিয়ানদের এগিয়ে রাখছে সমীক্ষা। দেখা গিয়েছে, সমকামী মিলনেই অর্গাজমে বেশি সক্ষম হন মহিলারা। বিশ্বের ১৮ থেকে ৬৫ বছর বয়সী কয়েক হাজার মহিলার ক্ষেত্রে এই সমীক্ষা চালানো হয়েছিল। এমনকি অনেক লেসবিয়ান কাপলকে মাসে ৫৫ বার যৌন মিলনেও তৃপ্তি পান।
অথচ এক মাসে যৌনজীবনে স্বাভাবিক একজন মহিলা মাসে মাত্র সাত বার অর্গাজমে সক্ষম হন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, পুরুষেরা হয়ত নিজেদের সন্তুষ্টি খুঁজতে বেশি আগ্রহী। ঞযব ঝঁহ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আরাকানসাস ইউনিভার্সিটির গবেষক ড. ক্রিস্টেন জোজকোস্কি জানিয়েছেন, ২৩০০ মহিলাকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। দেখা গিয়েছে সমকামে মহিলারা ৩২ শতাংশ বেশি সক্ষম অর্গাজমে।
যদিও সমীক্ষা বলছে বেশি বার মিলিত হন বিপরীত লিঙ্গের মানুষেরা। আর এক গবেষক জানান, পুরুষেরা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায় তাই, দ্রুত পেনিট্রেশন হয়। গবেচকদের মতে, সেক্স কোথায় হচ্ছে, কেমন অবস্থায় হচ্ছে- সেসবও বুঝতে হবে।
গবেষণায় আরও বলা হয়েছে যে, মহিলারা কিছু বিশেষ জায়গায় স্পর্শ পছন্দ করেন। সেটার উপরও অর্গাজম নির্ভর করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০