নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক এলাকা উন্নয়নে অনেক এগিয়ে গেছে। আমরা কিছুটা পেছিয়ে আছি। আসুন আমরা সবাই মিলে রাজশাহীর উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি। সবাই মিলে উন্নত রাজশাহী গড়ি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবনের এনেক্স সিটি হলরুমে রাজশাহী রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার এ্যাসোসিয়েশন (রেডা) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় এই আহবান জানান মেয়র।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু। সিটি
কর্পোরেশনের কাছ থেকে নাগরিকরা অনেক কিছুই প্রত্যাশা করে। সিটি কর্পোরেশন অনেক প্রত্যাশা পূরণ করছে। এটি অব্যাহত থাকবে।মেয়র আরো বলেন, রাজশাহীতে এখন বহুতল ভবন হচ্ছে। আগামীতেও আরো হবে। কিন্তু আমাদের পরিকল্পিতভাবে নগরায়ন করতে হবে। ভবন তৈরি করতে গিয়ে গাছ কাটা যাবে না, বরং গাছ লাগাতে হবে, শহরকে আরো সবুজ করতে হবে।
এ সময় ভবন নির্মাণে বিল্ডিং কোড আইন মানা ও ভবনের সামনে পর্যপ্ত জায়গা রেখে ভবন নির্মাণের আহবান জানান মেয়র।সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৯
নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সচিব রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, রাজশাহী রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার এ্যাসোসিয়েশন সভাপতি তফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, আরডিএ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তরিক, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানসহ অন্যান্য কর্মকর্তা, রেডার সদস্যবৃন্দ ও আরডিএ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০