খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ ফরিদপুরের সালথায় সবজি ক্ষেতে গাঁজার গাছ ও গাঁজাসহ পৃথক স্থান থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ভাওয়াল ইউপির শিহিপুর গ্রাম ও দর্জা পুরুরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে ভাওয়াল ইউপির শিহিপুর গ্রামে নুরু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের পাশে সবজি বাগান থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
গাছগুলো আকারে ৭ থেকে ৮ ফুট লম্বা। গাঁজার গাছ রোপণ ও পরিচর্যার দায়ে নুরু মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়।
ওই দিন রাত ৯টার দিকে পুলিশের আরেকটি দল একই ইউপির দর্জা পুরুরা গ্রামে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ বাবু মোল্লাকে গ্রেফতার করে।
সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আসামিদেরকে দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০