খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পাকিস্তানকে সন্ত্রাস দমনে একাধিকবার সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান বলেছেন, যদি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে আমরাই ব্যবস্থা নেব।
ভয়েস অফ আমেরিকা’র রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, জঙ্গিদের অস্তিত্ব যাতে আর না থাকে, তার জন্য যুক্তরাষ্ট্র সব রকমের ব্যবস্থা নিবে। ' মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের পাকিস্তান সফরের ঠিক আগেই একথা বললেন তিনি। তিনি আরো জানান, পাকিস্তান সফরে গিয়ে ম্যাটিস প্রথমে ভালোভাবে বলবেন। ট্রাম্পের দেওয়া বার্তা পৌঁছে দেবেন তিনি। পাকিস্তানে জঙ্গিদের স্বর্গরাজ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ট্রাম্প।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০