আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত আন্তর্জাতিক চাপের মধ্যে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাহোরভিত্তিক ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
নিষিদ্ধ জইশ-ই-মুহাম্মদ ও জামাত-উদ-দাওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল নতুন করে কালো তালিকাভুক্ত নতুন সংগঠনগুলো।
সন্ত্রাস নির্মূলে ‘জাতীয় কর্মপরিকল্পনা-২০১৫’ বাস্তবায়নের অংশ হিসেবে এলো সিদ্ধান্ত। এর আওতায় ৩০ হাজার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার।
চীন ভেটো ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকলে যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টায় চলতি মাসেই জইশ-ই-মুহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে জাতিসংঘ।
ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপে রয়েছে পাকিস্তান।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০