খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাদের সচিব হিসেবে পদোন্নতির সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি ও পদায়নের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সই করেছেন। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়মানুযায়ী প্রথমে তাদের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেয়া হবে।
সচিব হিসেবে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হককে সিভিল অ্যাভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে বিপিসি এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদারকে প্লানিং একাডেমির ডিজি (ভারপ্রাপ্ত সচিব) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে বিসিএস অ্যাডমিন অ্যাকাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে।
সচিব হিসেবে প্রমোশন পাওয়া ওই চারজনই হচ্ছেন বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০