কোপা আমেরিকার বাকি আর অল্প কিছুদিন। আগামী ২১ জুন থেকে শুরু হবে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দলগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। প্রস্তুতির অংশ হিসেবে গুয়াতেমালার বিপক্ষে আগামীকাল শনিবার (১৫ জুন) খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ভেন্যুও মার্কিন মুলুকেই। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে মাঠে নামবেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সঙ্গে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও। তাদের ম্যাচ দেখতে তাই ভক্তরা মুখিয়ে থাকেন।
প্রস্তুতি ম্যাচ হওয়াতে এটি যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও সম্প্রচারিত হবে না। সেখানে ফক্স স্পোর্টস খেলাটি সম্প্রচার করবে। বাংলাদেশে যে চ্যানেলটি নেই। তবে, আর্জেন্টিনা ভক্তদের একেবারে হতাশ হওয়ার কিছু নেই। গুয়াতেমালার বিপক্ষে অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 'ফুবো' নামক একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে ম্যাচটি দেখাবে। খেলা শুরু হলে সেখান থেকে দেখতে পারবেন দর্শকরা।
কোপা আমেরিকার আগে এটিই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে গত ১০ জুন ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল দলটি। প্রস্তুতি পর্ব শেষ কোপার মূলপর্বে আগামী ২১ জুন কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৬ জুন চিলি ও গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩০ জুন পেরুর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০