খবর২৪ঘণ্টা, ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংলাপের কোনও প্রয়োজন তো দেখছি না। গতবার তারা (বিএনপি) সেই ট্রেন মিস করেছে। খালেদা জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা এখনও কানে ভাসে। সাবেক প্রধানমন্ত্রীর মুখের অশালীন-অশ্রাব্য সেই ভাষা ভাবতে এখনও লজ্জা লাগে। সেদিন তারা বুঝিয়ে দিয়েছে তারা সংলাপ চান না। তারা আলোচনা চান না। এখন তারা সংলাপ চায়। কিন্তু এখন সংলাপের কোনও প্রয়োজন নেই।’
দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ধিত সভার কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাও জানে না। আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা কী চাই সেটা বলতে আমাদের কোনও সমস্য নাই।
এছাড়া তিনি বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও নাকচ করে দেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে উল্টো জানতে চান, নিরপেক্ষতা বলতে কী বুঝাতে চাইছে, কারা নিরপেক্ষ? নিরপেক্ষতার সংজ্ঞা বিএনপির কাছে আমি জানতে চাই। বিএনপির কাছে তাদের দলের লোকজন নিরপেক্ষ। আর বাকি সবাই হচ্ছে পক্ষপাত দুষ্ট। তারা একদিকে বলে নির্বাচনে যাবে, আরেকদিকে বলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তারা আসলে কোনটা চায়? তাদের কোনও বিষয়ই পরিষ্কার নয়। তাদের বক্তব্য সকালে একরকম বিকালে আরেক রকম। একেক নেতা একেক কথা বলে। কার কথা সঠিক, কোন কথা সঠিক?’
নির্বাচন বানচালের কোনও ষড়যন্ত্রের আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আশঙ্কা তো থাকবেই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার গতবারের মত জ্বালাও পুড়াও করে কেউ পার পাবে না। আবারও বলছি কেউ যদি রঙিন খোয়াব দেখতে চান সে রঙিন খোয়াব আর সফল হবে না।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০