সিরাজগঞ্জের বেলকুচিতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কামাড়পাড়ার ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।
স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ষোষ মিষ্টির দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৮) অক্টোবর মিষ্টির দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমোতে যান তিনি। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের ডাকলেও কোন সাড়া পায়নি। পরে দরজা ভেঙ্গে দুজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোন দাগ নেই। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০