খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: তামিম সাকিব ও মুশফিকের অর্ধশতকের ওপর ভর করে নির্ধাতির ৫০ ওভারে ৩২০ রান করেছে বাংলাদেশ। ফলে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য লঙ্কানদের করতে হবে ৩২১ রান।
শুক্রবার মিরপুরে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। স্কোরবোর্ডে ৭১ রান যোগ হওয়ার পর সাজঘরে ফেরেন বিজয়। ৩৭ বলে ব্যক্তিগত ৩৫ রান করেন এই ওপেনার। বিজয়ের বিদায়ের পর তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন সাকিব। ১০২ বলে ব্যক্তিগত ৮৪ রানে তামিম ফিরে যাওয়ার মুশফিকের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব-মুশফিক দু'জনেই ফিরেছেন অর্ধশকের পর। শেষদিকে মাহমুদুল্লাহ ২৩ বলে ২৪ এবং সাব্বির ১২ বলে ২৪ রান করলেও ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশের ইনিংস।
লঙ্কানদের পক্ষে থিসারা পেরেরা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া লুয়ান প্রদীপ দুটি উইকেট লাভ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০