খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: শ্রীলংকায় জোট সরকারের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন। খবর সিনহুয়ার।
পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসিকারা, সামাজিক ক্ষমতায়ন ও কল্যাণ বিষয়ক মন্ত্রী এস.বি. দিসানায়েক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা, শ্রমমন্ত্রী জন সানাভিরতœ, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক মন্ত্রী সুসিল প্রিমাজয়ানথা এবং দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী চন্দিমা উইরাকোদি।
পদত্যাগকৃত ছয় মন্ত্রী শ্রীলংকার ফ্রিডম পার্টির (এসএলএফপি) সদস্য। প্রেসিডেন্ট সিরিসেনা দলটির নেতৃত্বে রয়েছেন।
ক্ষমতাসীন ইউনাটেড ন্যাশনাল পার্টির পাশাপাশি এ জোট সরকারের একটি অংশীদার এসএলএফপি। আর ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
পদত্যাগ করা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা জানান, এই ছয় মন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে এসএলএফপি দলের মোট ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ালেন।
প্রসঙ্গত, ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির পাশাপাশি এ জোট সরকারের একটি অংশীদার দল এসএলএফপি। ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০