করোনা আক্রান্ত হলে শ্রমিকদের জন্য চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি।
এসময় নজরুল ইসলাম খান শ্রমিকদের কেউ মারা গেলে ব্যাংক কর্মকর্তাদের সমান অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দেশে নানা উন্নয়নমূলক কাজ চলছে। এর সুবিধা শ্রমিকদেরও পাওয়া উচিত। এ সুবিধা থেকে কোনো শ্রমিক বঞ্চিত হলে আন্দোলনের কোনো বিকল্প নেই।
পরে করোনায় শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা এখনো নির্দিষ্ট কর্মঘণ্টার চেয়ে বেশি কাজ করেন। কিন্তু তাদের পরিশোধ করা হয় না অতিরিক্ত মজুরি। করোনার এই দুর্যোগকালে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকদের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান সরকারে করে দেয়া উচিত বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০