নাটোর প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ রোধ: যা পুনরায় ব্যবহারযোগ্য নয়, তাকে না বলুন” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা,আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, নাটোর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বের করা শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের ভবানীগঞ্জ এলাকার সরকারী গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁঞায় সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন , সনাক সভাপতি রেজাউল করিম রেজা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দেশের পরিবেশ পরিছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্লাষ্টিক সামগ্রী সহ যে সকল জিনিস পরিবেশের জন্য ক্ষতিকারক তা’ পরিহার করতে হবে। সেজন্য সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তারা। পরে পরিবেশ দিবসের ওপর বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০