খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রেম টিকবে না আপনি ঠকবেন, ঠিক করে দেয় আপনার শোওয়ার ভঙ্গিমা৷মানে আপনি আপনার পার্টনারের সঙ্গে কীভাবে শুচ্ছেন তার উপর৷ শোওয়ার আগে ল্যাপটাপ সাট ডাউন করে মোবাইল পুরোপুরি সুইচড অফ করে রাখুন৷ আর চেষ্টা করুন দুজন কাছাকাছি সময়ে মানে পাঁচ-দশ মিনিটের ব্যবধানে বিছানায় আসতে৷
তবে একেবারে প্রতিদিনই নিয়ম মেনে একসঙ্গে শোবেন না৷ তাহলে রোমান্সের রোমাঞ্চটা ফিকে হয়ে যাবে৷ পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানাচ্ছে, আপনাদের দুজনের শোওয়ার সময়, যত কাছাকাছি হবে, ততই মজবুত হবে আপনাদের ভবিষ্যৎ সম্পর্কের ভিত৷এমনকী যারা এই নিয়মটা মেনে চলে তাদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনাও অনেকটা কমে যায়৷
আর যত দুজনের মধ্যে শারীরিক ব্যবধান বাড়বে, ততই বেড়ে চলবে দুজনের মাঝের ফাঁকটুকুও৷ যা সবসময় ভরাট করা সম্ভব হয় না৷আর শোওয়ার সময় যদি দুজনে দুজনের মুখোমুখি থাকেন, তবে মানতেই হবে, আপনাদের দুজনের সম্পর্ক বেশ মাখোমাখো৷আর উল্টোদিকে শুলে কী হবে, তা আমরা না বললেও সবাই জানেন৷এই ব্যাপারে মিচিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও সহমত, যত বেশি কাছাকাছি আপনারা থাকবেন, আপনাদের রোমান্টিক জীবনও ততই বর্ণময় হয়ে উঠবে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০