খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে ৯ বছরের শিরোপা খরা ঘোঁচাতে দুর্দান্ত গতিতে ছুটছেন গতবারের রানার্সআপ রাফায়েল নাদাল। টানা তিন ম্যাচেই সরাসরি সেটের জয় পেয়েছেন টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পৌঁছে গেছেন শেষ ষোলোতে।
তৃতীয় রাউন্ডে বসনিয়ার দামির ডিজামহুরকে ৬-১, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ আইকন। ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ৫০ মিনিট। কোয়ার্টারে ওঠার লড়াইয়ে চতুর্থ রাউন্ডে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্তজম্যানকে মোকাবিলা করবেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। যিনি উইক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভকে ৬-৭ (১-৭), ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে একবারই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টাইটেল উঁচিয়ে ধরেন ৩১ বছর বয়সী নাদাল। ২০০৯ সালের পর আর অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি ছোঁয়া হয়নি তার।
এখনো তৃতীয় রাউন্ডের ম্যাচে নামেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ। ইনজুরির কারণে এবারের আসরে খেলছেন না অ্যান্ডি মারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০