বিশেষ প্রতিবেদক :
শেষ মুহূর্তের কেনাকাটায় রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পবিত্র ঈদুল ফিতরের সময় ঘনিয়ে আসতেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজানের শুরু থেকেই নগরবাসী কেনাকাটা করলেও ১৫ রোজার পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ইতিমধ্যেই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর মার্কেটগুলো। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিপনি বিতান ও মার্কেটগুলোতে ক্রেতারা পছন্দের জিনিস কিনতে ভিড় জমাচ্ছেন। ফলে বেশ কয়েকদিন ধরে রাত ১ টা থেকে ২টা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকছে। ঈদে কেনাকাটা করতে আসা মানুষের যেকোনো অপ্রিতীকর ঘটনা এড়াতে
মোতায়েন করা হয়েছে পুলিশ। নগরের প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মার্কেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন রাস্তা মোড়ে পুলিশ দায়িত্ব পালন করছে। যাতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরণের অপ্রিতীকর ঘটনা না ঘটতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর পোশাক, জুতা-স্যান্ডেলের শোরুম, কসমেটিকসের দোকানসহ বিভিন্ন দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। শেষ সময়ে এসে মানুষ তার পছন্দের জিনিসটি কিনছেন। যাদের পোশাক কেনাকাটার পর্ব শেষ হয়েছে তারা বিভিন্ন মসলা ও স্টোরে ভিড় জমাচ্ছেন। সরজমিনে সোমবার নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত অত্যাধুনিক থিম ওমর প্লাজা ঘুরে দেখা গেছে, সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতারা বিভিন্ন জিনিস কেনার জন্য ভিড় করছেন। মার্কেটটি সেন্ট্রাল এসির আওতাভূক্ত হওয়ায় গরম ছাড়াই কেনাকাটার পর্ব শেষ করার জন্য প্রায় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সব শ্রেণীর মানুষ ভিড় জমাচ্ছেন। সেখানে ঈদুল উপলক্ষে কাপড় কেনার জন্য ক্রেতাদের কুপন দেওয়ার ব্যবস্থা রয়েছে। যাতে ক্রেতাদের কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। থিমের পাশেই অবস্থিত রাজশাহী নিউমার্কেট। এই মার্কেটটিতেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাবিক্রি হচ্ছে। সেখানেও ক্রেতারা পছন্দের জিনিস কেনার জন্য ভিড় করছেন।নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেটেও ক্রেতাদের রয়েছে ব্যাপক ভিড়। ক্রেতারা চাহিদা অনুযায়ী সেখানে বাজার করছেন। মার্কেটটিতে সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় রয়েছে। এ ছাড়া নগরীর জুতা-স্যান্ডেলের শোরুমের দোকানেও ব্যাপক ভিড় থাকছে ক্রেতাদের। নগরবাসী শেষ মুহূর্তের কেনাকাটা হিসেবে চিনি, সেমাই, লাচ্চাসহ বিভিন্ন জিনিস কিনছেন। এসব দোকানেও ক্রেতাদের অনেক ভিড় রয়েছে। চাঁদ রাত পর্যন্ত ক্রেতারা এসব মার্কেটে ভিড় জমাবেন।নগরীর নামিদামী শপিং মল ছাড়াও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। কম আয়ের মানুষজন সাধ ও সাধ্য অনুযায়ী ফুটপাতের দোকান থেকেও পোশাক কিনছেন। ফুটপাতের এক দোকানির সাথে কথা হলে তিনি বলেন, প্রথমদিকে বেচাবিক্রি তেমন না হলেও বর্তমানে ভালো বিক্রি হচ্ছে। আশা করছি চাঁদ রাত পর্যন্ত বিক্রি হবে। বিক্রি বেশি হলে লাভও ভালো হবে বলে আশা করছি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০