নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল সোমবার উদযাপিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় রোববার নগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ছিল অনেক। ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা সাধ ও সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় কেনাকাটা সেরে করছেন। যদিও ঈদ উপলক্ষে গত কয়েকদিন আগে থেকেই কেনাকাটা করছেন নগরবাসী। নগরবাসী ঈদুল ফিতরের মত ঈদুল আযহায় সেভাবে কেনাকাটা না করলেও এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। পোশাকের
মার্কেট থেকে শুরু করে রান্নার কাজে ব্যবহৃত মসলার দোকান পর্যন্ত প্রত্যেকটা মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার সরজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এখন শেষ সময়ে প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা করছেন তারা। সরজমিনে ঘুরে দেখা গেছে, রোববার সকাল থেকেই রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, আরডি মার্কেট, গণকপাড়া, নিউমার্কেট, হড়গ্রাম নিউ মার্কেটসহ নগরের নামী দামী ব্রান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা পছন্দ অনুযায়ী
জিনিসপত্র কিনছেন। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যাও বাড়তে থাকে মার্কেটগুলোতে। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে এসব মার্কেটগুলো। অনেক মানুষকে ভিড় ঠেলে ছোট ছোট শিশু নিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ কেনাকাটার জন্য ভিড় জমায়। শুধু মার্কেটগুলোতেই নয় ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও ব্যাপক ভিড় দেখা যায়। অল্প আয়ের মানুষজন ফুটপাত থেকে পোশাক ক্রয় করেন। অল্প আয়ের মানুষজনই পয়সাওয়ালা
মানুষজনকেও ফুটপাত থেকে পোশাক কিনতে দেখা যায়। নগরীর জুতা-স্যান্ডেলের দোকানেও ক্রেতাদের ভিড় ছিল। এ ছাড়া কনফেকশনারী ও মিষ্টির দোকান এবং মসলার দোকানেও ক্রেতারা ভিড় জমায়। বিভিন্ন জিনিস কেনাকাটার পাশাপাশি ক্রেতারা চিনি-সেমাইও কেনাকাটা করেছেন। ক্রেতাদের ভিড় সামলাতে ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। বিশ্রামহীনভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাবিক্রি করছেন। ক্রেতাদের মন জোগাতে তারা পন্যের গুনাগুণও তুলে ধরছেন। সাহেব বাজার জিরোপয়েন্ট কেনাকাটা করতে
আসা সাহেব আলী নামের একব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আসতে আর বেশি সময় নেই। মাত্র একদিন বাকি। এরমধ্যেই সব কেনাকাটা সেরে নিতে হবে। পরিবারের সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে সদস্যদের নতুন কাপড়ের পাশপাশি সব ব্যবস্থা করা হচ্ছে। যাতে সবাই ঈদের দিন হাসিখুশি থাকতে পারে। ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, আগে দোকানে তেমন ভিড় না থাকলেও বর্তমান সময়ে ব্যাপক ভিড় হচ্ছে। বিশেষ করে একদিন বাকি থাকতে মার্কেটে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। এখন বেচাবিক্রিও ভাল হচ্ছে। এদিকে, রাজশাহীর উপজেলাগুলোতেও কেনাকাটার জন্য মার্কেটে ভিড় জমাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০