নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কলিজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলা-২০১৮ এর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই মেলায় প্রচুর দর্শনার্থী দেখা যায়। উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন ও কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল বসানো হয়েছে।
এসব স্টলে রাজশাহী মহানগরীতে গৃহিত ও বাস্তবায়ন করা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের চিত্র দেখানো হয়েছে।
মেলা শুরুর দিন থেকেই মানুষের ভিড় থাকলেও শেষ দিন শনিবার সকাল থেকেই প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা স্টলে স্টলে ঘুরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। প্রায় ৬০টিরও বেশি স্টল রয়েছে মেলায়। আজ শনিবার উন্নয়ন মেলা শেষ হবে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০