শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের অবহেলিত একটি রাস্তা শেরুয়া বটতলার পশ্চিমপার্শ্বে নওদাপাড়া থেকে ফুলতলা পর্যন্ত রাস্তা। যার দুর্ভোগ বছরের পর বছর গেলেও শেষ হয় না।
ওই এলাকায় একটি দাখিল মাদ্রাসা, তিনটি কিন্ডারগার্টেন স্কুল, মসজিদ,১৫টি সেমি অটো রাইস মিলসহ কয়েকশ বাড়ি রয়েছে। বছরের অধিকাংশ সময়ই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে থাকায় এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হয়। রবিবার দুপুরে সরেজমিন এলাকায় গেলে এলাকাবাসী জানান তাদের দুর্ভোগের কথা।
এলাকাবাসী জানান, স¤প্রতি রাস্তাটি সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে। তবে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
রাস্তাটি পাকা হলেও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের অধিকাংশ সময় সেটি থাকে চলাচলের অযোগ্য। এজন্য অপরিকল্পিত শিল্পকারখানা গড়ে ওঠাও দায়ী বলে তারা মনে করেন। তবে এ রাস্তাটির দুর্ভোগ কমাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০