শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে আছে অসহায় এক পরিবার। রাস্তা বন্ধ করতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে শিশুসহ তিনজন আহত। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার কয়েকদিন আগে থানায় অভিযোগ দিয়েও বিচার না পেয়ে ২৩ মার্চ সোমবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছে। অসহায় পরিবারটি প্রায় ১১ দিন ধরে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্না বেগম বলেন, আমার স্বামীর ক্রয়কৃত ৮ শতক জমিতে দীর্ঘদিন ধরে বাড়ি করে বসবাস করে আসছি। কিন্তু উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত ময়ান উদ্দিনের ছেলে হাফিজুর রহমান, মৃত জহির উদ্দিনের ছেলে মালেক, হাফিজুর রহমানের স্ত্রী তাসলিমা ও মালেকের স্ত্রী ববিতা বেগম গত ১৩ মার্চ শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাহিরে যাওয়ার জন্য পায়ে হাটার রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বন্ধে বাধা দিলে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় শিশু মাইশা আক্তার (৮ মাস), মিষ্টি খাতুন (১৫) ও আন্না খাতুন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটানয় ১৪ মার্চ শনিবার আন্না বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পরেও কোন বিচার না পেয়ে গতকাল সোমবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগি অসহায় পরিবার। উল্লেখ্য এ ধরনের ঘটনায় গত ৩ মাস আগে শেরপুর থানায় অভিযোগ দিলে সং¯িøষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও শেরপুর থানার অফিসার ইনচার্জ থানায় ডেকে মিমাংসা করে দিলেও প্রতিপক্ষরা সেই রায় না মেনে রাস্তায় পুনরায় বাঁশ দিয়ে বেড়া দেয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বাড়িতে ফিরে যেতে অসহায় পরিবারটি পুলিশ প্রশাসন,সংশিষ্ট চেয়ারম্যান ও এলাকার গণ্যমাণ্যদের দৃষ্টি আকর্ষন করেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০