শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ৩১ জুলাই শুক্রবার সকালে অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহনের চাপায় দিনমজুর চাঁন মিয়া (৪৫) মারা যায়। নিহত চাঁন মিয়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।
ঘটনাটি ৩১ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ও দমকলবাহিনী তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, তার শরীরে দুর্ঘটনায় আহত হবার চিহ্ন রয়েছে। তাই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে রণবীরবালা ঘাটপাড় এলাকায় যাবার উদ্দেশ্যে সে বের হলেও সেখানে যাবার আগেই রাস্তায় তার মৃত্যু হয়। অজ্ঞাত যানের চাপায় তার মৃত্যু হওয়ায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০