শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সিল্পের বরাদ্দের অর্থে শহীদ মিনার নির্মাণ ও নিলাম ছাড়াই বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌরশহরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।
জানা যায়, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ আবশ্যক। এ লক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুর পৌরশহরের উলিপুর সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মানকাজের উদ্বোধন করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম। তবে নির্মাণাধীন প্রস্তাবিত শহীদ মিনারের স্থানে একটি শিশু গাছ থাকায় কর্তনের প্রয়োজন হয়। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রির ক্ষেত্রে বিধি মোতাবেক নিলাম বিজ্ঞপ্তি বা উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। সেক্ষেত্রে বিধিমোতাবেক নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যালয় চত্ত¡রে লাগানো একটি শিশু গাছ কর্তণ করেন। এছাড়াও বিদ্যালয়ের চত্ত¡রে ওই শহীদ মিনার নির্মাণ করতে ¯িøপের বরাদ্দের ৪২ হাজার টাকা খরচ করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, শহীদ মিনার নির্মাণের প্রয়োজনে ওই গাছটি কাটা হয়েছে। তাছাড়া শহীদ মিনার নির্মাণে সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তায় করা উচিত। কিন্ত কেউ দেয়না তাইতো সিল্পের বরাদ্দ ছাড়া নির্মাণ করা সম্ভব নয়?
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন বলেন, বিদ্যালয় চত্ত¡রে শহীদ মিনার নির্মাণের স্বার্থে রেজুলেশনের মাধ্যমে গাছটি কাটা হয়েছে। এর বাইরে কিছু মোবাইল ফোনে বলতে পারবো না।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০