শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের মির্জাপুর খলিফা পাড়া গ্রামে নার্সারীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শেরপুর থানা পুলিশ রোববার দুপুরে বিদ্যুৎ হোসেন (১৪) কে আটক করেছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর খলিফা পাড়া গ্রামের বজলুর রশিদের মেয়ে মির্জাপুর হলি চাইল্ড স্কুলের নার্সারীর ছাত্রী গত শুক্রবার বিকালে বাড়ির সামনে বিকাল ৫টার দিকে খেলা করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের জোলে শেখের ছেলে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র বিদ্যুৎ হোসেন ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ওই রাতে তার বাবা- মাকে বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা ফজলুর রহমান বাদি হয়ে গত শনিবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ বিদ্যুৎ হোসেনকে তার বাড়ি থেকে গতকাল রোববার দুপুরে আটক করেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, মামলা হওয়ার পর তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০