শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের দশমাইল এলাকায় গত সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য বিক্রির সময় ৪শ পিস ইয়াবাসহ সাইদি হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না গোবিন্দপুর গ্রামের হায়দার আলীর ছেলে সাইদি হোসেন গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছিল। গোপন সংবাদ পেয়ে বগুড়া র্যাব-১২ সেখানে অভিযান চালিয়ে সাইদিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪’শ পিস ইয়াবা, দুইটি সীম একটি মোবাইল, একটি মোটরসাইকেলসহ নগদ ২ হাজার ৭.শ টাকা পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০