শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেলপুরে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকায় আইপিএল জুয়া খেলে ঋণগ্রস্ত হওয়ায় গতকাল সোমবার সকালে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে সুজিত (৩৫) নামের এক স্বর্ন কর্মকার আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া গ্রামের সুবীরের ছেলে সুজিত দীর্ঘদিন ধরে আইপিএল জুয়া খেলে আসছিল। জুয়া খেলে সে অনেক টাকা ঋণগ্রস্ত হয়। পাওনাদার মাঝে মাঝে বাসায় এসে টাকার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে কলহ চলছিল। ঋণের বোঝা সইতে না পেরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০