শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বড়াইদহ গ্রামে মুরগি বিক্রি করার কথা বলে ডেকে এনে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করে নেয়ার ঘটনায় ১৫ জুন সোমবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ ওইদিন রাতেই আসিফ (২৭) নামের এক যুবক কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের প্রতারক চক্র গাইবান্ধা জেলার সদর উপজেলার পুর্ব সবুজপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিটন মিয়াকে মুরগি বিক্রি করার কথা বলে ডেকে নিয়ে আসে। পরে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ওই দিন রাতেই লিটন মিয়া বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের এসআই মো. সিয়াম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে আসিফের বড়াইদহ গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসিফ নামের একজনকে থানায় আনা হয়েছে।
খবর২৪ঘন্টা/ন্
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০