শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের নিশিন্দারা এলাকায় পূর্বশত্রæতার জের ধরে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার বিকালে আব্দুল আজিজ ও তার পিতা শুকুর মাহমুদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর থানায় দুইটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের নিশিন্দারা দাখিল মাদ্রাসায় দেড় বছর আগে পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে নিশিন্দারা গ্রামের ইঞ্জিল প্রামানিকের ছেলে শুকুর মাহমুদ ও তার ছেলে মামলাবাজ আব্দুল আজিজ স্থান না পেয়ে আদালতে কমিটির বিরুদ্ধে একটি মামলা করে। মামলাটি চলমান থাকা সত্বেও মামলাবাজ আজিজ গত বৃহস্পতিবার সকাল ১০টায় জোরপূর্বক ওই মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, সহকারি সুপার শাহাদৎ হোসেনসহ উপস্থিত সকল শিক্ষকদের কমিটির কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে চলে যায়। ওইদিন দুপুর ১২টায় সহকারি শিক্ষক আফসার আলী মাদ্রাসার কাজে শেরপুর আসার পথে নিশিন্দারা হাওলাদারপাড়া কালি মন্দিরের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আব্দুল আজিজ ও তার সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আফসার আলী ও মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম বাদি হয়ে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০