শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে করোনা প্রতিরোধে লকডাউন বিধি অমান্য করে বাস-ট্রাকে অতিরিক্ত যাত্রী বহন করায় আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা।
জানা যায়, উপজেলার কলেজ রোড, মহিপুর বাজার, গাড়িদহ বাজার, বাস্টান্ড এলাকা, ধুনট মোড়, রণবীরবালা ঘাটপাড়, বন মরিচা, টুনিপাড়া, শেরুয়া বটতলা, কেল্লা, বাগড়া, নন্দীগ্রাম রোড ও দুবলাগাড়ী এলাকায় বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় এবং রাস্তায় এলোপাথাড়ি ঘুরে বেড়ানোর কারণে ৮ জনকে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় কয়েকজনকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামসেদ আলাম রানা আজ বৃহস্পতিবার সকাল থেকে ধুনট মোড়, শেরুয়া বটতলা বাজার,বগুড়া বাজার, মির্জাপুর বাজার, ধুনট মোড়সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে মানুষের নিরাপত্তা বা জীবন বিপন্নকারী কাজ করায় ৪ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ নিহত হয়েছে।
জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রী বিহীন মাইক্রোবাসের সাথে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসের চালক কক্সবাজার সদরের ইস্ট করলিয়া সিকদারপাড়ার রমিজ আহম্মেদ সিকদারের ছেলে মজিবুর রহমান (৩০) গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষন পর তিনি মারা যান। অপরদিকে এই দুর্ঘটনার কিছুক্ষনপর ঢাকাগামী বাঁশবোঝাই ট্রাক একটি ঢাকাগামী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বে উল্টে যায়। এসময় বাঁশের নীচে চাপা পড়ে পথচারী শেরপুরের ছোনকা দক্ষিনপাড়ার মৃত আরজ আলীর ছেলে আজগর আলী (৫৫) মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় বাঁশের নীচে চাপা পড়া মরদেহ উদ্ধার করেন। শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০