শেরপুর(বগুড়া)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরের বিভিন্ন ভূমি অফিস চত্তরে বৃক্ষরোপন কর্মসূচি করেন উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌর ভূমি অফিস ও গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ ।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণসহ ইউনিয়ন ভূমি অফিস সমূহের স্টাফরা উপস্থিত ছিলেন। এ সময় মুজিব বর্ষ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্মাণাধীন উপজেলা ভূমি অফিস চত্ত¡র, পৌর ভূমি অফিস ও গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস চত্ত¡রে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০