শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল নিতে এসে জালিয়াতি করার অভিযোগে মো. ইমন (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের দরিদ্রদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রবিবার সকাল ১০টায় ভিজিএফ এর চাল দেয়ার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি চলে যাবার পর বেলা ১২টার দিকে ইমন নামের ওই যুবক ভূয়া কার্ড দিয়ে চাল নিতে চাইলে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পরিষদের রাখা হয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসে। আটক যুবক খামারকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০