শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর শহরের খন্দকার টোলা দক্ষিন পাড়ার (সাবেক চর কাজিপুর সিরাজগঞ্জ) উপজেলা বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান (৬৯)আজ শুক্রবার সকালে মৃত্যুবরন করেছেন। (ইন্না………রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। ব্যক্তি জীবনে বগুড়া জেলার ধুনট উপজেলার হিসাব রক্ষন অফিসের অডিটর হিসেবে সফলতার সাথে কর্মজীবন শেষ করেন।
তার মৃত্যুতে এলাকার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার জুম্মার নামাজের শেষে বেলা ২ টার দিকে শেরপুর উপজেলার খন্দকার টোলা দক্ষিনপাড়ায় নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন-তার মৃত্যুর খবর শুনেছি,রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে।
বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার ওবায়দুর রহমান,আবু আলম, রফিকুল ইসলাম,মওলা বক্স ,আব্দুল বারিক,মুকুল,আশরাফ আলী,আবুল হোসেন প্রমুখ,আমরা মুক্তিযোদ্ধা সন্তান শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম খান তাজু,সাবেক সভাপতি এস এম কামরুজ্জামান স্বপন, সাবেক সাধারন সম্পাদক এস এম আমিনুল মোমিন ,সহ সভাপতি ও ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রঞ্জু, রাশেদুল হক,ফরিদ বাবু, জাহিদুল হাসান হ্যাপি,প্লাবন, দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার আবু বকর সিদ্দিক, আবু রায়হান, গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০