শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ঘোলাগাড়ী কলোনী গ্রামে বাঁশ কাটতে গিয়ে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎপৃষ্ঠে মোকাব্বেল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক কৃষক শামসুদ্দিন সেখ (৬০) আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী গ্রামের কোরবানী আলীর ছেলে কৃষক মোকাব্বেল হোসেন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার বাড়ির পার্শ্বে বাঁশ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত কাটা বাঁশটি বিদ্যুত লাইনের হাইভোল্টেজ তারের সাথে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, হাসপাতালে আনার পুর্বেই মোকাব্বেল হোসেনের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বিদ্যুতস্পর্শে নিহত হবার কথা শুনেছি। নিহতের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০