শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করায় ভ্রম্যামান আদালত পরিচালা করে ১টি ড্রেজার ভেঙ্গে গুড়ে দিয়ে অর্থদন্ড করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা ।
বৃহস্পতিবার ১২ মার্চ দুপুর ২টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকায় দুধকুমার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ধুনট উপজেলার বিলচাপরি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. উৎসব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকায় দুধকুমার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানার নেতৃত্বে ও শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রম্যামান আদালত পরিচালান করেন। ওই খাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়ে দেন এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা বলেন, দুধকুমার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সকলকে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০