শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মধ্যেভাগ এলাকায় পাওয়ার টিলারের চাপায় গত বুধবার রাতে ২য় শ্রেণির ছাত্র তোফাজ্জল হোসেন (৮) নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ পশ্চিমপাড়া গ্রামের মোখছেদ আলীর ছেলে মহর ফকির গত বুধবার সন্ধ্যায় জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ শেষ করে
বাড়ির সামনে রেখে দেয়। এ সময় মধ্যেভাগ গ্রামের আজিম উদ্দিনের ছেলে মধ্যেভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র তোফাজ্জল হোসেন ওই পাওয়ার টিলারের উপরে উঠার চেষ্টা করলে টিলারটি তার ওপর পরে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শেরপুর থানার এসআই ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০