শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ৪০ দিন অতিবাহিত হলেও নিখোঁজ নির্ঝরের সন্ধান না মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা চেয়ে আবারও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর উপজেলা শাখা ও উপজেলা ঔষধ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।
নিখোঁজ নির্ঝরকে ফিরে পেতে ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক আনছার আলী, সহ-সভাপতি একেএম মামুনুর রশিদ মামুন. দপ্তর সম্পাদক রুহুল আমীন স্বপন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন মুন্না, নির্ঝরের পিতা ডা. নাহিদ রানা, ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুস ছালাম, বাবুল হোসেন, মোস্তাফিজার রহমান সবুজ, মুঞ্জুরুল হক, সমীর কুমার অধিকারী, জহুরুল ইসলাম, লুৎফর রহমান, আল-আমিন, শ্রমিক নেতা কারিমুল ইসলাম, যুবলীগ নেতা রাজু আহম্মেদ প্রমুখ। এসময় নির্ঝরের মা জোৎ¯œা নাহিদ, বাবা ডা. নাহিদ রানা, নির্ঝরের চাচা শহিদুল হাসান বুলবুল, মনিরুজ্জামান জুয়েল, বড় ভাই কারিমুল ইসলাম, অরিফুল ইসলাম, হারুন, মাসুদ, তরুন, রুকন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি (রোববার) রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের ধুনট মোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। নির্ঝর পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। তিনি এক কন্যা সন্তানের জনক। এর আগে নিখোঁজ নির্ঝরের সন্ধান পেতে গত ১৯ ফেব্রুয়ারি বুধবার একইস্থানে এলাকায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০