শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হাজিপুর এলাকায় গ রোববার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাক চালক মাসুদ রানা (২৩) নিহত হয়েছে।
জানা যায়, গাজিপুর জেলার গাছা উপজেলার শরীফপুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মাসুদ রানা মিনি ট্রাক নিয়ে বগুড়ায় আসছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ৫টার দিকে পৌছালে বিপরীত দিক থেকে আসা বড় একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালক মাসুদ রানাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন ইসলাম বলেন, দুর্ঘটনায় অপর ট্রাকের চালক হেলপার আহত হয়েছে। তাদেরকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
শেরপুর(বগুড়া)প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হাজিপুর এলাকায় গতকাল রোববার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাক চালক মাসুদ রানা (২৩) নিহত হয়েছে।
জানা যায়, গাজিপুর জেলার গাছা উপজেলার শরীফপুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মাসুদ রানা মিনি ট্রাক নিয়ে বগুড়ায় আসছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ৫টার দিকে পৌছালে বিপরীত দিক থেকে আসা বড় একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালক মাসুদ রানাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন ইসলাম বলেন, দুর্ঘটনায় অপর ট্রাকের চালক হেলপার আহত হয়েছে। তাদেরকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০