শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরের মির্জাপুর হাটের একটি ক্লাবঘরে গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
গ্রপ্তারকৃতরা হলো- মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম (৪৫), ৮নং ওয়ার্ড সদস্য মো. কানু মিয়া (৪৮), আবু বক্কার (৪৫), জাহাঙ্গীর হোসেন (৪৫), তানভীর (৩২), ফেরদৌস (৪৩), আনোয়ার হোসেন (৩২), ফেরদৌস (৪০) , আমির হোসেন (৩৫) ও আহসান হাবীব (৪০)।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর হাটের একটি ক্লাব ঘরে গত রোববার সন্ধ্যা থেকে জুয়া খেলছিল। এ সময় শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে এসআই ওসমান গুনি সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০টায় উল্লেখিতদের আটক করে থানায় নিয়ে আসেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযানকালে তাদের নিকট থেকে জুয়া খেলার তাস, নগদ ৮হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার (৬জুলাই) আদালতে পাঠানো হবে।
খবর২৪ঘন্টা /এএইচআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০