শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার সকালে রাজারদিঘি দাখিল মাদরাসা প্রাঙ্গণে উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. আঃ হান্নান তালুকদারের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনটের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের সুযোগ্য পুত্র, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম নবী বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম টুকু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান শাহীন, রাজারদিঘি মাদ্রাসার সুপার আলহাজ¦ উমর ফারুক, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, শিক্ষক শ্যামল চন্দ্র সাহা, ইউনিয়ন যুবলীগের সদস্য মুনসুর রহমান, তৈয়ব আলী, আব্দুল মোমিন সহ প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই