শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বীমা দিবস সফল করি, উন্নত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিমা দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লি: এর ডিসি শেখ মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আকথার উদ্দিন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লি: শেরপুর জেনাল অফিসের ইনচার্জ এন্ড জেভিপি মো: শরিফ উদ্দিন, সমন্বয় কারী ইনচার্জ আনোয়া হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লি: জোনাল ইনচার্জ মোঃ মাহবুব হাসান মেহেদী, ডিসি মো: আব্দুস সালাম, ইদ্রিস আলী, আফছার আলী, সুজন বসাক প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০