শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের পাঁচদেওলী গ্রামে সংঘবদ্ধ ডাকাত দল গত শুক্রবার দিবাগত রাতে অস্ত্রের মুখে গৃহকর্তা আব্দুস সাত্তার (৪৫) ও তার স্ত্রীর হাত-পা বেধে নগদ টাকা ও স্বর্নালংকার ডাকাতি করে নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেওলী গ্রামের মৃত বাজু প্রামানিকের ছেলে আব্দুস সাত্তার প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে কর্মব্যস্ততা শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। ওই রাত সাড়ে ১২ টার দিকে ৭ সদস্যের এক ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আব্দুস সাত্তারকে সিন্দুকের চাবি চাইলে সে দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তাকে বেদম মারপিট করে। তাতেও কোন কাজ না হলে ডেগার, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র বের করে মেরে ফেলার হুমকি দেয় এবং আব্দুস সাত্তার ও তার স্ত্রীর হাত-পা বেধে সিন্দুকের চাবি নিয়ে নগদ ৯৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নের গহনা নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ নিয়ে বলেন, এই এলাকায় মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। শেরপুর থানা পুলিশ মাদকসেবীদের ধরা নিয়ে ব্যাস্ত থাকায় এলাকার কোন খবরই রাখছেন না। তাই মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ডাকাতির ঘটনা অনেক পরে শুনেছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০