শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের রণবিরবালা গ্রামে পিতার উপর অভিমান করে রোববার দুপুরে কলেজ ছাত্র আকাশ হোসেন (১৭) গলায় ওড়না পেছিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীলবালা গ্রামের আমাদুল হোসেনের কলেজ পড়–য়া ছেলে আকাশ হোসেন তার পিতার কাছ থেকে আজ রোববার সকাল ৯টার দিকে ২ হাজার টাকা যায়। টাকা না দেওয়ায় আকাশ তার পিতার উপর অভিমান করে বেলা ১১টার দিকে নিজ ঘরের পুরাতন বাঁশের তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০