শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশে সরকার নির্ধারিত আলুর বিক্রয়মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১৮ অক্টোবর রোববার বিকালে কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া এলাকার রাকিব শাকিব বীজ হিমাগার পরিদর্শন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। পাশাপাশি তিনি পাইকারি ও খুচরা বাজারে আলু, চাল, পেয়াজ, কাচা মরিচ, আদা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়। আলুর মজুতদারি এবং দামের উর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। দোকানে মূল্যতালিকা টানানো নিশ্চিত করা হয় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ। শেরপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, সরকারের নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ করলে বা কারসাজি করলে বা কৃত্রিম সংকট তৈরী করলে বা গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে সরকার আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০