শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর মডেল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে রোববার ১ মার্চ রোববার দুপুর ১২টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হাবিবুল্লাহ বেলালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোছা: মর্জিনা আক্তার, বগুড়া জেলার সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: ফারজানা ইয়াসমিন ঝুমা, পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মো: মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদৎ হোসেন টুকু, সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সেলিম রেজা, শিক্ষক আরিফসহ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০