শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় হাইওয়ে পুলিশ গতকাল সোমবার সকালে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর এলাকায় নগ্ন অজ্ঞাত এই যুবক দীর্ঘদিন ধরে চলাফেফরা করছিল। ওই যুবক গত রোববার রাতে ঘুরতে ঘুরতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর বাজারের দক্ষিন পাশে একটি পাম্পের সামনে গেলে রাতের যে কোন সময় অজ্ঞাত একটি গাড়ির তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ফযরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শেরপুর হাইওয়ে পুলিশ গতকাল সোমবার ভোর ৫টার দিকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতার মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম বলেন, লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০