শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সাতারা গ্রামে ঘুড়ি ও বিষ্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে লম্পট যুবক বায়জিত ওরফে বুলু (২২) কে আটক করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বায়জিত ওরফে বুলু গত ৭ জুলাই পাশের বাড়ির মিজানুর রহমানের ছেলে মির্জাপুর হলিচাল্ড স্কুলের প্লে শ্রেণীর ছাত্র মো. আরাফাত রহমান অপূর্বকে ঘুড়ি ও বিষ্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৭ জুলাই বিকাল ৫টায় একই এলকার চাঁন মিয়ার পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক পায়ু পথে যৌন সঙ্গম করে। এ সময় ঐ শিশু চিৎকার দিলে লম্পট বুলু তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয়। শিশুটি অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজনদের ঘটনাটি জানায়। পরে তাকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে শিশুটির পিতা মিজানুর রহমান গত শুক্রবার শেরপুর থানায় অভিযোগ দিলে থানা পুলিশ ওইদিন রাতে লম্পট বুলুকে বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বলাৎকারের ঘটনায় লম্পটকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০