খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: ভারতের বিরেন্দর শেবাগ নাকি পাকিস্তানের ইমরান নাজির- কে সেরা। এই বিতর্কটা উস্কে দিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে বিরেন্দর শেবাগের চেয়ে প্রতিভাবান ক্রিকেটার ছিলেন ইমরান নাজির। তবে সেই প্রতিভা কাজে লাগানোর ক্ষেত্রে বিরেন্দর শেবাগই ছিলেন এগিয়ে। ইমরান নাজিরের দুর্ভাগ্য, পিসিবিকে পাশে পাননি তিনি।
৪৪ বছর বয়সি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘আমার মনে হয় না শেবাগের মতো মস্তিষ্ক ছিল ইমরান নাজিরের। আবার নাজিরের মতো প্রতিভা ছিল না শেবাগের। প্রতিভার দিক দিয়ে কোনও তুলনাই হয় না ইমরান নাজিরের; কিন্তু আমরাই ওকে আটকে রাখার চেষ্টা করেছিলাম। একবার সাইড ম্যাচে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরির পর নাজিরকে নিয়মিত খেলাতে বলেছিলাম; কিন্তু ওরা (পিসিবি) তা শোনেনি।’
পাকিস্তানের হয়ে আট টেস্টে ৪২৭ রান করেছিলেন ইমরান নাজির। ৭৯টি একদিনের ম্যাচে তিনি করেছিলেন ১৮৯৫ রান। অন্য দিকে, বিরেন্দর শেবাগ ১০৪ টেস্টে করেন ৮৫৮৬ রান। এক দিনের ক্রিকেটে ২৫১ ম্যাচে তিনি করেছেন ৮২৭৩ রান।
নাজিরের পিছিয়ে পড়ার কারণ হিসেবে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনকে দায়ী করেছেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হল, আমরা প্রতিভাকে লালন করতে পারি না। আমরা শেবাগের চেয়েও ভাল ক্রিকেটার পেতে পারতাম নাজিরের মাধ্যমে। তার হাতে সব ধরনের শট ছিল। তার সঙ্গে ভাল ফিল্ডারও ছিল সে। আমরা তাকে দারুণভাবে ব্যবহার করতে পারতাম; কিন্তু তা করিনি।’
ইমরান নাজিরের ক্যারিয়ারে জাভেদ মিয়াঁদাদের ভূমিকার কথা তুলে ধরেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘যখনই নাজির ভাল খেলেছে, তা হয়েছে মিয়াঁদাদের কারণে। মিয়াঁদাদ সব সময় নাজিরকে খেলাতে বলেছে। খারাপ শট খেললে জাভেদ ভাই আবার ওকে মেসেজ পাঠিয়েছে। যাতে ফোকাস ঠিক থাকে।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০