খবর ২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমকে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ হাসিনা ও এরশাদ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার ও সমকালীন নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০