নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন একলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ সনি ইসলাম (২৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক অস্ত ব্যবসায়ী গেমস্ততাপুর থানার ছোট বংশপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন একলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী সনি ইসলামকে আটক করে। আসামীর রিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০